বৃহস্পতিবার অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা তাদের সাত দফা দাবি ত্বরান্বিত করতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে।
মানববন্ধনে সেশন জট কমানো এবং একাডেমিক কার্যক্রমকে সচল করতে অনলাইনে পরবর্তী সেশনের ক্লাস শুরু করা এবং পরীক্ষার পর তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশের দাবি জানান তারা।
২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের নিয়মিত সেশনের পরীক্ষা নেয়া এবং ২০১২-১৩ সেশনের চলমান ডিগ্রি পাস কোর্সের বিশেষ পরীক্ষা দ্রুত শেষ করারও দাবি জানিয়েছে তারা।
তাদের দাবি, সব মানন্নোয়ন পরীক্ষা দ্রুত নিতে হবে এবং ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পরীক্ষায় গণহারে অকৃতকার্য হওয়ার কারণে পরীক্ষার খাতা পুনমূল্যায়ন করতে হবে।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বারবার দাবি ও বিক্ষোভ করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো তাদের কোনো সমাধান দিতে পারেনি। বিপরীতে শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়েছে।
মানববন্ধনে অধিভূক্ত সাতটি কলেজের চলমান সঙ্কট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনার পরে রাজধানীর সাত সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছিল।
অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
ঢাবির সাথে কলেজগুলো অধিভুক্তির পরে সাতটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুশি হলেও তারা এখন নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ করতে না পারায় হতাশায় ভুগছেন।